আমরা অনেকেই নামাজের জন্য অনেকেই বহুল প্রচলিত সুরাগুলো জানি, কিন্তু সেগুলোর অর্থ জানিনা। আবার অনেকেই খুব অল্প কিছু সুরা জানি। এগুলা দিয়েই নামাজ চালিয়ে নেয়ার চেষ্টা করি। অনেকের ইচ্ছা থাকলেও বিভিন্ন কারনে নতুন নতুন সুরা শেখা সম্ভব হয় না। এই পোস্টে এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে তাই চার হালি (ষোলটি) সহজে উচ্চারণযোগ্য সুরার বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ দেয়া হল। এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষ্যণীয়। এক ভাষার উচ্চারণ আরেক ভাষার বর্ণমালা দিয়ে কখনোই সঠিকভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। এই পোস্টের ক্ষেত্রেও তা প্রযোজ্য। আরবী ভাষার উচ্চারণকে কখনোই সঠিকভাবে ও পরিপূর্ণভাবে বাংলা বর্ণমালায় প্রকাশ করা সম্ভব নয়। তাই এই বাংলা উচ্চারণ থেকে আরবী উচ্চারণের একটা ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু কখনোই সঠিক উচ্চারণ পাওয়া যাবেনা। আর এই সাথে এটাও মাথায় রাখা জরুরি যে, নামাযে সকল উচ্চারণ অবশ্যই সহীহ ও সঠিক হতে হবে। এ কারণে আরবী উচ্চারণের জন্য আসলে আরবী ভাষা সঠিকভাবে শেখার কোন বিকল্প নেই। কোন ভুল-ভ্রান্তি হলে আল্লাহ তা'লা আমাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের খাঁটিভাবে কুরআন তিলওয়াতের তওফিক দিন। আমিন।
"সহজে শিখনযোগ্য কিছু সুরার বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ"
খুব ভাল লাগলো,
ReplyDeleteমা-শা অাল্লাহ। সুন্দর কালেকশন।
ReplyDeleteজাযাকাল্লাহু খাইরান
ReplyDeleteJazakallah khair
ReplyDelete