দৈনন্দিন জিজ্ঞাসাঃ শরয়ী সমাধান - لا إله إلا الله محمد رسول الله

আপডেট তথ্য

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 14, 2018

demo-image

দৈনন্দিন জিজ্ঞাসাঃ শরয়ী সমাধান

Responsive Ads Here
দ্বীনের স্বার্থে সম্পর্কচ্ছেদ:
••••••••••••••••••
প্রশ্ন: যে সমস্ত বন্ধু-বান্ধব ইসলামিক না তাদের সাথে যদি শুধুমাত্র দ্বীনের স্বার্থে যোগাযোগ বন্ধ করে দেই তাহলে কি গুনাহ হবে ?
~~~~~~
উত্তর:
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা জরুরি। কেননা বন্ধুর উপর বন্ধুর প্রভাব পড়ে থাকে। সুতরাং এ ক্ষেত্রে দ্বীনদার, চরিত্রবান, তাকওয়াবান ব্যক্তিকে নির্বাচন করা উচিৎ।
তবে কোন বন্ধু যদি আল্লাহর নাফারমানী ও অন্যায়-অপকর্মে জড়িত থাকে তাহলে করণীয় হল, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সুন্দর ভাষায়, দরদভারা বুকে তাকে পাপাচার থেকে ফিরেয়ে আনার চেষ্টা করা, বুঝানো, নসীহত করা ও দাওয়াত দেয়া।
কিন্তু কোনভাবেই যদি মধ্যে পরিবর্তন আনা সম্ভব না হয় তাহলে দেখতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করলে কি এটা তার মধ্যে পরিবর্তন আনতে সহায়ক হবে না কি আপনার সম্পর্কহীনতার কারণে সে আরও বেশি খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
যদি আপনার সম্পর্কচ্ছেদের ঘোষণা তাকে প্রভাবিত করে এবং এর মাধ্যমে সে নিজের ভুল বুঝে ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে সাময়িকবাবে সম্পর্ক ছিন্ন করা উত্তম।
কিন্তু আপনার দুরে সরায় যদি সে আরও বেশি অন্যায়ের পথে ধাবিত হওয়ার সম্ভবনা থাকে তাহলে সম্পর্ক ছিন্ন না করে তার সাথে যোগাযোগ ও কথাবার্তা অব্যহত রাখা এবং সুকৌশলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যহত রাখতে হবে।
পক্ষান্তরে তার সাথে সম্পর্ক থাকার ফলে আপনি তাকে ফিরিয়ে আনতে তো পারছেনই না উপরন্তু নিজেই তার দ্বারা প্রভাবতি হয়ে খারাপির দিকে ধাবিত হওয়ার আশংকা সৃষ্টি হয় তাহলে অনতি বিলম্বে তার নিকট থেকে সম্পর্কচ্ছেদ করা অপরিহার্য।
------
শাইখ আব্দু্ল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ,জুবাইল দাওয়াহ সেন্টার, ksa




No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages