(১) ফজরে উঠতে পারি নি। আজকে আর বাকী ৪ ওয়াক্ত পড়ে কী হবে? এরচেয়ে কালকে ফজর থেকে নতুন করে শুরু করবো।
.
(২) এই যে সূদ-ঘুষ খাই, এগুলো খারাপ জানি। একেবারে হাজ্জ করে এসে সব ছেড়ে দেবো।
.
(৩) শালীনভাবে চলা আমাদের দরকার - এটা মানি। কিন্তু এখন বিভিন্ন কারণে পারি না। যখন পর্দা ধরবো, তখন একেবারে বোরকা-হিজাব-নিক্বাব করবো।
.
(৪) একটু-আধটু প্রেম-ভালোবাসা খারাপ না। বিয়ের পরে স্ত্রীর প্রতি সৎ থাকলেই তো হলো।
.
(৫) হিজাব তো করি। দুই/একটা প্রোগ্রামে শুধু হিজাব করি না। ক্লোজ বন্ধু-আত্মীয়দের বিয়ে তো, তাই।
.
(৬) মুখের উপরে মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনদের গায়েরে মাহরাম কিভাবে বলি? এতদিন একসাথে বড় হয়েছি। পিঠাপিঠি বয়স। আমি তো আসলে বোনের মতো দেখি ওদের।
.
(৭) জন্মের পর থেকেই মামী-চাচীদের কাছে মানুষ। উনারা আমার মায়ের মতো। উনাদের সাথে দেখা না দিলে মানুষ কী বলবে?
.
(৮) বিয়ে তো জীবনে একবারই করতেছি। একটু মজা করে (হারাম বিষয়াদিসহ) না করলে কি হয়?
__________
.
লিস্ট লম্বা করতে চাইলে সাচ্ছন্দে করা যাবে।
আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) #শাইত্বানের_ওয়াসওয়াসা এবং #নাফসের_তৈরী_নিজস্ব_যুক্তি থেকে হিফাজত করুক।
.
“নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।”
[আলে ইমরান, আয়াত ১৯]
.
“.....তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এমন করে, পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। ক্বিয়ামাতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে গাফিল নন।”
[আল-বাক্বারা, আয়াত ৮৫]
Post Top Ad
Tuesday, February 13, 2018

আমাদের মন-মানসিকতা
Tags
# হাদিস
Share This

About Rayhana Jahan
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
সর্বদা মৃত্যুর কথা চিন্তা করা
Rayhana JahanFeb 13, 2018"একটি হৃদয়স্পর্শী ঘটনা,,,,,
Rayhana JahanFeb 13, 2018*ঈর্ষা*
Rayhana JahanFeb 13, 2018
Labels:
হাদিস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment