দৈনন্দিন জিজ্ঞাসাঃ শরয়ী সমাধান - لا إله إلا الله محمد رسول الله

আপডেট তথ্য

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 14, 2018

দৈনন্দিন জিজ্ঞাসাঃ শরয়ী সমাধান

প্রশ্ন: ইসলামের দৃষ্টি বিয়েতে মোহরের গুরুত্ব, মোহর হিসেবে স্বর্ণালঙ্কার নির্ধারণ এবং তাতে ধোঁকাবাজি হলে করণীয় কি?
•••••••••••••••
উত্তর :
ইসলামের দৃষ্টিতে বিবাহে দেনমোহর নির্ধারণ করা অন্যতম শর্ত এবং তা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে প্রদান করা ফরজ। এ ক্ষেত্রে কোন টালবাহানা করার সুযোগ নাই। যা নির্ধারণ করা হবে তা পরিশোধ করতে হবে। মুসলিমগণ সবসময় চুক্তি বাস্তবায়ন করে। এটি ফরজ।
দেনমোহর নগদ ও বাকি উভয়টি জায়েয আছে -যেভাবে বর ও কনেপক্ষ একমত হয়।
🔸মোহর প্রদানের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন:
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
“আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।” (সূরা নিসা: ৪)
বিয়ের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে যে মোহর নির্ধারিত হয় তা স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে। স্বামী পিতা-মাতা বা অন্য কারও অধিকার নাই স্বামীকে তা পরিশোধ করেত বারণ করার। কেউ বারণ করলে তার কথা মান্য করা স্বামীর জন্য বৈধ নয়। কেননা, এটা বান্দার হক। পিতা-মাতা বাঁধা দিলেও তা পরিশোধ করা তার জন্য আবশ্যক।
মোহর নির্ধারণের ক্ষেত্রে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে স্বর্ণ দেয়া হয় তা স্বামী ইচ্ছে করলে মোহর হিসেবে গণ্য করতে পারে।
মোহর হিসেবে স্বর্ণ দেয়া হলে স্ত্রী পক্ষের জন্য করণীয় হল, বিয়ের সময় প্রদত্ব স্বর্ণের মূল্য, ওজন ও কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হওয়া। কোন কারণে পরবর্তীতে ধোকাবাজি বা ঠকবাজী প্রমাণিত হলে, স্ত্রীপক্ষ যথাযথ প্রমাণ উপস্থাপন স্বাপেক্ষে সেই স্বামীর উপর ‘প্রতারণা’র অভিযোগ আনতে পারে এবং এ জন্য পারষ্পারিক কথাবার্তার মাধ্যমে তাতে ফায়দা না হলে, সমাাজিক সালিস এমনকি প্রয়োজনে আইনী ব্যবস্থাও গ্রহণ করা জায়েয রয়েছে।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
----------------------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages