মুসাফাহা এবং হ্যান্ডশেক
•••••••••••••••••••••••
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে handshake করার বিধান কি? কেউ বলে, এটা ঠিক না আবার কেউ বলে, এর মাধ্যমে আগের গুনাহ মাফ হয়।
আসলে কোনটা সঠিক?
•••••••••••••••••••••••
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে handshake করার বিধান কি? কেউ বলে, এটা ঠিক না আবার কেউ বলে, এর মাধ্যমে আগের গুনাহ মাফ হয়।
আসলে কোনটা সঠিক?
উত্তর:
বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَا مِنْ مُسْلِمَينِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا
দু’জন মুসলিম সাক্ষাৎকালে মুসাফাহা করলেই একে অপর থেকে পৃথক হবার পূর্বেই তাদের (গুনাহ) মাফ করে দেওয়া হয়।’’ [আবু দাউদ ৫২১২, ৫২১১, তিরমিযি২৭২৭, ইবন মাজাহ ৩৭০৩]
তবে মুসাফাহা করার সময় হ্যাডশেক করা বা হাতে হাত মিলিয়ে ঝাঁকুনি দেয়া ঠিক নয়। এটা খৃস্টানদের কালচার। সঠিক নিয়ম হল, একজনের ডানহাত অপরজনের ডান হাতের তালুর সাথে মিলানো। এভাবে করলেই সঠিক নিয়মে মুসাফাহা করা হবে ইনশাআল্লাহ।
▬▬▬▬▬▬▬
উত্তর প্রদানে:
শাইখ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
দাঈ, জুবাইল দাওয়া সেন্টার, ksa
No comments:
Post a Comment