"মুসলিম পুরুষদের জন্য হলুদ রঙ পরা হারাম!" - لا إله إلا الله محمد رسول الله

আপডেট তথ্য

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 13, 2018

"মুসলিম পুরুষদের জন্য হলুদ রঙ পরা হারাম!"

যারা হলুদ পাঞ্জাবি পরে আজ ঘুড়তে বের হয়েছেন (সে সকল ভাইদের) অবগত করছি,


.
"মুসলিম পুরুষদের জন্য হলুদ রঙ পরা হারাম!"
________________
.
■ (এক)
.
আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রা:) বর্ণনা করেছেন। তিনি বলেন — 
.
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার পরিধানে "হলুদ" রংয়ের দু’টি বস্ত্র দেখে বললেন, এগুলো কাফিরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না। (1)
:
:
■ (দুই)
.
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাদিঃ)-কে দুইটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় একদিন দেখলেন।
.
তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাদিঃ)-কে উদ্দেশ্য করে বললেন — 
.
"এই রঙ কাফেরদের জন্য, এই রঙের পোষাক পরিধান করো না!" (2)
:
:
তথ্যসূত্র:
.
(1) [সহিহ মুসলিম, হাদিস নং ৫৩২৭] (ই.ফা. ৫২৬০, ই.সে. ৫২৭৩)
(2) [সহীহ মুসলিম, হাদিস নং- ২০৭৭]

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages