- لا إله إلا الله محمد رسول الله

আপডেট তথ্য

Home Top Ad

Post Top Ad

Monday, February 12, 2018

demo-image
Responsive Ads Here
"কিছু গুরুত্বপূর্ণ আমল সমূহ"

01
270d (১) প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্‌ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয় । [© সহীহ মুসলিম]

270d
 (১) প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্‌ পাঠ করলে ১০০০ সাওয়াব 
লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয় । [© সহীহ মুসলিম]


2
270d (২) আলহামদুলিল্লাহ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [© তিরমিযী, ইবনে মাযাহ]


270d (২) আলহামদুলিল্লাহ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং  সর্বোত্তম দোআ’। [© তিরমিযী, ইবনে মাযাহ]


3
270d (৩) লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম যিকর। [© তিরমিযী, ইবনে মাযাহ]

270d (৩) লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম যিকর। [© তিরমিযী, ইবনে মাযাহ]



4
270d (৪) সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (ﷺ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়। [© সহীহ মুসলিম]

270d (৪) সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (ﷺ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়। [© সহীহ মুসলিম]


5
270d (৫) যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [© সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম]

270d
 (৫) যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [© সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম]


6
270d (৬) নবী (ﷺ) বলেনঃ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ , মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয় । [© সহিহ আল- বুখারী, সহীহ মুসলিম]


270d (৬) নবী (ﷺ) বলেনঃ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ , মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয় । [© সহিহ আল- বুখারী, সহীহ মুসলিম]



7
270d (৭) যে ব্যক্তি সুবহান আল্লাহিল ‘আযীমি, ওয়াবি হামদিহী পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী)খেজুর গাছ রোপন করা হবে । [© আত-তিরমিযী, আল-হাকীম, সহীহ আল-জামে]

270d (৭) যে ব্যক্তি সুবহান আল্লাহিল ‘আযীমি, ওয়াবি হামদিহী পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী)খেজুর গাছ রোপন করা হবে । [© আত-তিরমিযী, আল-হাকীম, সহীহ আল-জামে]


8
270d (৮) নবী (ﷺ) বলেনঃ লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন। [© সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম]


270d (৮) নবী (ﷺ) বলেনঃ লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন। [© সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম]


9
270d (৯) নবী (ﷺ) বলেনঃ "সুবহান আল্লাহ্‌ ওয়াল হামদুলিল্লাহ্‌
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ্‌ আল্লাহু আকবর
ওয়ালা হাওলা ওয়ালা কুউ-ওয়াতা ইল্লা বিল্লা-হ্‌" এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ” । [© আহমাদ]


270d (৯) নবী (ﷺ) বলেনঃ "সুবহান আল্লাহ্‌ ওয়াল হামদুলিল্লাহ্‌
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ্‌ আল্লাহু আকবর
ওয়ালা হাওলা ওয়ালা কুউ-ওয়াতা ইল্লা বিল্লা-হ্‌" এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ” । [© আহমাদ]


10
270d (১০) নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন।

আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্‌ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ

আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্‌ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ

এবং তিনি (ﷺ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে।

[© তাবারানী,মাজময়াউজ জাওয়াঈদ, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব]

270d (১০) নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন।

আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্‌ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ

আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্‌ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ

এবং তিনি (ﷺ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে।

[© তাবারানী,মাজময়াউজ জাওয়াঈদ, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব]



11
270d (১১) বাজারে প্রবেশ কালে দুয়া এবং তার ফজিলতঃ

لا إلهَ إلاّ اللّه وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُلْـكُ ولهُ الحَمْـد، يُحْيـي وَيُميـتُ وَهُوَ حَيٌّ لا يَمُـوت، بِيَـدِهِ الْخَـيْرُ وَهوَ عَلىَ كلّ شيءٍ قَدِير

উচ্চারনঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহঈ ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুতু বিয়াদিহীল খাইর ওয়া হুয়া আ'লা কুল্লি শাই'য়ীন ক্বাদীর।

অর্থঃ আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোন মাবুদ নেই, তিনি এক তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তার। তিনি জীবন দান করেন তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। সকল প্রকারের কল্যাণ তাঁর হাতে। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

'যে কেহ বাজারে প্রবেশকালে এই দুয়াটি পাঠ করবে, আল্লাহ তাঁকে দশ লক্ষ নেকী দান করবেন এবং দশ লক্ষ গুনাহ মাফ করবেন এবং তাঁর দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে একটি বাসস্থানের ব্যবস্থা করবেন!'

[© তিরমিযী]



270d (১১) বাজারে প্রবেশ কালে দুয়া এবং তার ফজিলতঃ

لا إلهَ إلاّ اللّه وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُلْـكُ ولهُ الحَمْـد، يُحْيـي وَيُميـتُ وَهُوَ حَيٌّ لا يَمُـوت، بِيَـدِهِ الْخَـيْرُ وَهوَ عَلىَ كلّ شيءٍ قَدِير

উচ্চারনঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহঈ ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুতু বিয়াদিহীল খাইর ওয়া হুয়া আ'লা কুল্লি শাই'য়ীন ক্বাদীর।

অর্থঃ আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোন মাবুদ নেই, তিনি এক তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তার। তিনি জীবন দান করেন তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। সকল প্রকারের কল্যাণ তাঁর হাতে। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

'যে কেহ বাজারে প্রবেশকালে এই দুয়াটি পাঠ করবে, আল্লাহ তাঁকে দশ লক্ষ নেকী দান করবেন এবং দশ লক্ষ গুনাহ মাফ করবেন এবং তাঁর দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে একটি বাসস্থানের ব্যবস্থা করবেন!' [© তিরমিযী]






No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages