*ঈর্ষা* - لا إله إلا الله محمد رسول الله

আপডেট তথ্য

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 13, 2018

demo-image

*ঈর্ষা*

Responsive Ads Here
*ঈর্ষা*
*যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষন নফল পড়েন, প্রচণ্ড গরমের ভেতরও যিনি নিয়মিত রোজা রাখেন, তাকে দেখে কি কখনও ঈর্ষা হয়েছে?*
সদ্য প্রমোশন পাওয়া কলিগকে বসের সামনে হাস্যজ্জল মুখে দাঁড়িয়ে থাকতে দেখে
কিন্তু ঈর্ষা ঠিকই হয়।
সৌন্দর্যের আর রুপের বাহার দেখিয়ে যে বান্ধবী অনেকের হার্টবিট বাড়ায়, তাঁকে দেখার পর নিজের প্রতি ঘৃণা তৈরি হয়। গায়ের রঙটা আরেকটু পরিস্কার হলে কী বা ক্ষতি হত? কিন্তু যে সহপাঠিনী সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে ঢেকে রাখে, তাঁকে দেখে কি কখনও নিজেকে ধিক্কার দেয়া হয়?
সহপাঠী বন্ধু যখন পিএচডি করতে ইউএসএ/ইউকে যায়, নিজের সাথে তুলনা করে দীর্ঘশ্বাস বের হয়। যে বন্ধু দ্বীনি শিক্ষার দিক থেকে আমার চেয়ে অনেক অগ্রসর তাঁকে দেখে কি নিজের প্রতি ক্ষোভ জন্ম নেয়?
সুদ ঘুষের টাকায় তৈরি অট্টালিকা দেখে হাহাকার করে উঠি, কিন্তু যে মানুষটি লাখ টাকার হারাম চাকরি ছেড়ে স্বল্প বেতনে সংসার চালায়, তাকে দেখে কি তার মত হওয়ার ইচ্ছে জন্মায়?
অদ্ভুত হলেও সত্য, ঈর্ষা ধিক্কার ক্ষোভ সবসময়ই থাকবে। শুধু মানুষগুলো পাল্টে যাবে। আজ যাকে দেখে এ সব তৈরি হয়, একদিন হয়ত তাঁকে দেখে করুনা হবে। যাকে দেখে আজ কিছুই মনে হয় না, তাঁকে দেখে সেদিন ঈর্ষা হবে। আর যদি সতর্ক না হই, এপার অপারে দুপারে আমার অর্জন হবে,শুধু আফসোস আর হতাশা। যার শুরু তো এ জগতে, কিন্তু শেষ? হবে না কখনও।
Alhamdulillaah
আমরা দুনিয়াতে তাইত দেখছি !
অনেক সময় বাবা , মা , বা স্ত্রী ই আফসোস করেন , সন্তান কে ব স্বামী কে ধিক্কার দেন অন্যের সাথে তুলনা করে ! তোর বাড়ী , গাড়ী স্টেটাস কিছুই হচ্ছেনা , অথচ সন্তান আল্লাহ ভীরু , আখিরাত কে ভয় করে বাবা মাকে সম্মান করে ! আর যার সাথে তুলনা করা হয় , বাস্তবে দেখা যায় টাকা পয়সার অহংকারে সে বাবা , মা কে ত সম্মান করেই না মানুষ কেও মানুষ বলে গন্য করেনা !
ইয়া আল্লাহ আপনি আমাদের অন্তর চক্ষু খুলে দিন , আমরা যেন সত্যি মিথ্যার পার্থক্য বুঝতে পারি !!!
আমীন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages